সিলেটে চেকপোস্ট বসিয়ে আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুরস্থ রফিপুর পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জামাদিও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- জকিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের কবির আহমদের ছেলে আবদুল্লাহ আহমদ ও নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার রাণিগাঁও গ্রামের মজনু মিয়ার ছেলে ফয়সাল হাসান। এর মধ্যে আব্দুল্লাহ বর্তমানে মহানগরীর জালালাবাদ থানার পার্কভিউ আবাসিক এলাকা ও ফয়সাল আখালিয়ায় বসবাস করে আসছে।
গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্যা জানান, গ্রেফতারকৃত আবদুল্লাহ’র বিরুদ্ধে জকিগঞ্জ থানা ও ফয়সালের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ