বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জামায়াত নেতাকর্মীরা রেজিস্ট্রারি মাঠে এসে জড়ো হতে থাকেন। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবীবুর রহমান, সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম, সেক্রেটারি মো. শাহজাহান আলী।
বক্তারা বলেন, 'জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকুও দেওয়া হয়নি। দেশবাসী আশা করেছিল যে, চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও তাকে মুক্তি দেওয়া হয়নি।'
তারা আরও বলেন, 'আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা এটিএম আজহারুল ইসলামের দ্রুত মুক্তির দাবি জানাই। তাকে মুক্তি দেওয়া না হলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।'
বিডি প্রতিদিন/মুসা