বিয়ের জন্য সাজানো গাড়িটি যাচ্ছিল বরের বাড়ির উদ্দেশ্যে। পথে রেল ক্রসিংয়ে আটকে পড়ে গাড়িটি। এরমধ্যে চলে আসে ট্রেন। ট্রেনের ধাক্কায় সাজানো প্রাইভেটকারটি গিয়ে পড়ে পার্শ্ববর্তী ধানের জমিতে। এতে আহত হয়েছেন গাড়ির চালক।
মঙ্গলবার সিলেটের ফেঞ্চুগঞ্জ রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গাড়িটি সাজিয়ে বরের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল প্রাইভেটকারটি। ফেঞ্চুগঞ্জ রেল ক্রসিংয়ে ওঠার পর গাড়িটি থেমে যায়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেন প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি প্রায় ৫০ ফুট দূরে ধানের জমিতে গিয়ে ছিটকে পড়ে। এতে গাড়ির চালক আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাসেদুল হক জানান, আহত চালক বুকে আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত