ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ক্যাডারদের প্রদর্শিত অবৈধ অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিলেট বিএনপি। এসব অবৈধ অস্ত্র এখনো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে বলে দাবি করেছেন দলটির নেতারা।
আজ সোমবার বিকেলে চলমান পরিস্থিতি নিয়ে নগরীর একটি হোটেলে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এ দাবি করেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, জুলাই বিপ্লবে, বিশেষ করে গত ৪ আগস্ট নগরীতে অবৈধ অস্ত্রের মহড়া প্রত্যক্ষ করা গেলেও সেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। উপরন্তু, এসব অবৈধ অস্ত্র চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হচ্ছে। সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এসব অস্ত্রধারী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বিডি প্রতিদিন/নাজমুল