সিলেট জেলা বিএনপির সহসভাপতি একেএম তারেক কালাম (৬০) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। সোমবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তারেক কালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম।
জানা গেছে, সম্প্রতি তারেক কালাম হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে ভর্তি হন। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।
তার মৃত্যুতে সিলেট বিএনপি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/নাজমুল