সিলেটে পরিত্যক্ত ভবন থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে র্যাব। রবিবার রাত ৮টা ২০মিনিটের দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজার এলাকায় কৃষি অফিসের পরিত্যক্ত একটি ভবন থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
জিডিমূলে অস্ত্রটি ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, এর আগে গত ৩০ জানুয়ারি নগরীর বনকলাপাড়ায় একটি খাল প্লটের ভেতরে ময়লার স্তুপ থেকে জার্মানির তৈরি একটি পিস্তল উদ্ধার করেছিল সিলেট মহানগর পুলিশ।
বিডি প্রতিদিন/এএম