পিচঢালা সড়ক দিয়ে যাচ্ছে বর্ণমালার মিছিল। মিছিলে অংশ নেওয়া সবার হাতে শোভা পাচ্ছে বাংলা বর্ণমালা। শতকণ্ঠে উচ্চারিত হচ্ছে দেশের গান, ভাষার গান। সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি এগিয়ে চলে শহীদ মিনারের দিকে। বর্ণমালার মিছিল দিয়ে প্রতিবছরের মতো এবারও সিলেটে বরণ করা হলো ভাষার মাস ফেব্রুয়ারি।
শনিবার সকাল সাড়ে ১০টায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে ভাষার মাস বরণে এ আয়োজন করা হয়। বর্ণমালার মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন।
বক্তারা বলেন, বর্ণমালার মিছিলের মাধ্যমে ভাষার মাস বরণের এই আয়োজন নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস জানতে উদ্বুদ্ধ করবে। এছাড়া এই আয়োজনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতিও সম্মান জানানো হয়। নতুন প্রজন্মকে আমাদের ইতিহাস সম্পর্কে জানাতে না পারলে দেশপ্রেমিক জাতি গঠন সম্ভব নয়। এ ক্ষেত্রে বর্ণমালার মিছিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বর্ণমালার মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, বর্তমান সভাপতি মঈন উদ্দীন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবদুস শহীদ লস্কর বশির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খোয়াজ রহিম সবুজ, শামসুল বাসিত শেরো, এখলাছ আহমদ তন্ময়, অর্ধেন্দু দাস, সিরাজ উদ্দিন শিরুল, বদরুল ইসলাম, সুকান্ত গুপ্ত, সুমন চৌধুরী প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল