সিলেটের জকিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বেশ কয়েকটি মোবাইল ফোন সেট নিয়ে গেছে।
শনিবার ভোররাতে উপজেলার বাবুরবাজারের মোবাইল ফোন ব্যবসায়ী ও জকিগঞ্জ সদর ইউনিয়নের সেনাপতিরচক গ্রামের মুনিম আহমদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী মুনিম আহমদ জানান, শনিবার ভোররাত ৩টার দিকে ১৫-২০ জন ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ঘরের গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তাকে এবং তার স্ত্রী রেহানা বেগম ও বৃদ্ধ মাকে রশি দিয়ে চোখমুখ বেঁধে মারধর করে প্রায় সাড়ে ১১ লাখ টাকা, ১১-১২ ভরি স্বর্ণালঙ্কার ও ফ্লেক্সিলোড ব্যবসার ১৫টি মোবাইল ফোন সেট নিয়ে যায়। ডাকাতদের মারধরে মুনিমসহ তার স্ত্রী রেহানা বেগম গুরুতর আহত হন।
মুনিম আরও জানান, তার দুই ভাই ফ্রান্সে থাকেন। তিনি বাবুরবাজারে মোবাইল ব্যবসা করেন। শুক্রবারে মাসের ক্লোজিং ছিল, তাই তিনি নগদ টাকা নিয়ে বাড়িতে যান। ডাকাতরা সব নিয়ে গেছে। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লুট হওয়া স্বর্ণালঙ্কার ও টাকাপয়সার পরিমাণ পুরোপুরি নিশ্চিতের চেষ্টা করছেন। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল