সিলেটে ময়লার স্তুপ থেকে উদ্ধার করা হয়েছে পশ্চিম জার্মানির তৈরি একটি পিস্তল। পিস্তলটি দীর্ঘ দিনের পুরনো ও মরিচা ধরা ছিল বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়াস্থ নুরানী ১০৬/৩ নম্বর বাসার উত্তর পাশে বাউন্ডারিবেষ্টিত খালি জায়গায় ময়লার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে এয়ারপোর্ট থানাপুলিশের একটি দল গিয়ে পিস্তলটি উদ্ধার করে। উদ্ধারকৃত পিস্তলটি কালো রঙের এবং মরিচা ধরা। অস্ত্রটির গায়ে ‘Made in W. Germany. PERFECTA-EI Alamerin, cal. 8mm K’ লিখা রয়েছে।
পুলিশ জানায়, মরিচা ধরার কারণে অস্ত্রটি কক হয় না এবং ট্রিগারও কাজ করে না। এছাড়া বাটের প্লাস্টিক অংশও পিস্তলের সাথে যুক্ত ছিল না।
বিডি প্রতিদিন/এএম