দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে পথচারীদের নিয়ে ইফতার আয়োজন করা হয়েছে। পত্রিকাটির ১৬ বছরে পদার্পণ উপলক্ষে শনিবার সন্ধ্যায় জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
এতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন সনাক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির মুখপাত্র বায়েজিদ হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, জেলা সম্পাদক ও প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক কাজী মাকছুদুল হক, জেলা অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আতোয়ার রহমান মনির, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জহির উদ্দিন, বিডি ক্লিন জেলা সমন্বয়ক রাসেল মাহমুদ, সাংবাদিক আবু জাকের রাবেত, জাহাঙ্গীর হোসেন লিটন, রবিউল ইসলাম, রাকিব হোসেন রনি, জামাল উদ্দিন রাফি, একেএম মিজানুর রহমান মুকুল, মুস্তাফিজুর রহমান টিপু, বি এম সাগর, পলাশ সাহা, হাসান মাহমুদ শাকিল, আব্দুল মাজেদ শফিক, কামাল উদ্দিন, কিশোর কুমার দত্ত, ছাত্রনেতা সৈকত, ব্যবসায়ী সেলিম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতায় বাংলাদেশ প্রতিদিনের দীর্ঘ পথচলার ভূয়সী প্রশংসা করে পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় শতাধিক পথচারীসহ ৩ শতাধিক মানুষের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল