দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নোয়াখালী প্রেসক্লাব ভবনে বর্ণীল আয়োজনে অনুষ্ঠানটি উদযাপিত হয়। বাংলাদেশ প্রতিদিনের নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগের সঞ্চালনায় ও সিনিয়র সাংবাদিক এমবি আলমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালীর দুর্নীতি দমন কমিশনের (দুদকের) পিপি এডভোকেট নূর হোসেন মাসুদ। বিশেষ অতিথি হিসেবে এডভোকেট ইমাম হোসেন স্বপন, এডভোকেট আজিম ও আজাদ ভূঁইয়া, গাজী রুবেল, সাজ্জাদ হোসেনসহ অতিথিরা বক্তব্য রাখেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, একেএম শাহজাহান কচি, শাহাদাত হোসেন বাবু, নুর রহমান, জিজিএম মাহবুব, জুয়েল রানা লিটন।
অতিথিরা বলেন, বাংলাদেশ প্রতিদিন জনপ্রিয়তার শীর্ষে এক নম্বরে অবস্থান করছে। বিগত ১৬ বছরে অনেক সংবাদ মাধ্যম সত্য প্রকাশে সংকোচবোধ করলেও বাংলাদেশ প্রতিদিন তা না করে সবসময় সত্য প্রকাশ করে গেছে। বাংলাদেশ প্রতিদিন ভবিষ্যতে দেশ ও দেশের উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে সেই প্রত্যাশা করি।
বিডি প্রতিদিন/নাজমুল