ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ভোলায় দেশের সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্র বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১৬ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার বিকালে ভোলায় বৃদ্ধনিবাসনের বয়স্ক মানুষদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা বৃদ্ধনিবাসের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন আহমেদ। এছাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার সম্পাদক এম. হাবিবুর রহমান, দৈনিক সমকাল ও সময় টেলিভিশন এর ভোলা প্রতিনিধি নাছির লিটন, দৈনিক যুগান্তর ও মাছরাঙা টেলিভিশন এর প্রতিনিধি হাসিব রহমান, মানব কণ্ঠ পত্রিকার প্রতিনিধি আনোয়ার সুজন, স্বদেশে প্রতিদিন পত্রিকার এইচআর সুমন, নিজাম হাসিনা ফাউন্ডেশনের কর্মকর্তা আরিফুর রহমান, বৃদ্ধনিবাসের ব্যবস্থাপক মোঃ সেলিম।
বিডি প্রতিদিন/নাজমুল