বাংলাদেশের সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে কুষ্টিয়ায় গণমাধ্যম কর্মী, সুধীজন ও এতিমদের সৌজন্যে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভার সঞ্চালনা করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আল মামুন সাগর। প্রবীণ সাংবাদিক ও দৈনিক কুষ্টিয়া বার্তার সম্পাদক আলহাজ্ব খাদেমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাধারণ সম্পাদক এডভোকেট শামিমুল হাসান অপু, কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, কোষাধক্ষ্য ও বাংলা টিভির কুষ্টিয়া প্রতিনিধি এম.লিটন-উজ-জামান, দৈনিক সূত্রপাতের সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, দৈনিক নয়া দিগন্তের কুষ্টিয়া প্রতিনিধি আফম নুরুল কাদের, অ্যাডভোকেট আব্দুর রউফ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন আত্মপ্রকাশের শুরু থেকেই সত্য প্রকাশে সবসময় নির্ভীক ও আপোষহীন থাকার কারণেই পাঠক প্রিয়তায় সবার শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। বক্তারা দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
আলোচনা শেষে বাংলাদেশ প্রতিদিন পরিবার ও দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন থানাপাড়া চাষী বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ সেলিম উদ্দিন। ইফতার মাহফিলে গণমাধ্যম কর্মী, সুধীজন ছাড়াও মক্তবের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/নাজমুল