বাংলাদেশের সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে পিরোজপুরে ইফতার মাহফিল ও কেক কাটা হয়েছে।
আজ শনিবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রতিদিনের আয়োজনে এ ইফতার মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এ্যাড. এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাব সাবেক সভাপতি গৌতম চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, প্রেসক্লাব সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, প্রেসক্লাব সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু, প্রেসক্লাব সাবেক সহ-সভাপতি খালিদ আবু, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মামুন, প্রেসক্লাব দপ্তর সম্পাদক তামিম সরদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কুমার শুভ রায়, ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, তথ্য-প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মোহাম্মদ জুবায়ের জনিসহ সাংবাদিকবৃন্দ।
ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন দৈনিক সংগ্রাম পত্রিকার পিরোজপুর জেলা প্রতিনিধি সোহরাব হোসাইন জুয়েল ।
এ সময় বক্তারা বলেন, সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দেড় দশক ধরে সমাজের সর্বস্তরের সংবাদ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বাংলাদেশ প্রতিদিন। সোশ্যাল মিডিয়ার হাজারো অসত্য ও ভুল সংবাদের মধ্যে সঠিক ও সত্য সংবাদ পাঠক খুঁজে পায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাধ্যমে।
পরে বাংলাদেশ প্রতিদিন এর ১৬ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল