ইফতার ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে রাঙামাটিতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় রাঙামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।
এ সময় মোনাজাতে অংশগ্রহণ করেন রাঙামাটি জাতীয়তাবাদী ওলামা দলের জেলা আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ইব্রাহীম, ওলামা দলের সদর থানার আহ্বায়ক মাওলানা মো. সোলায়মান, ওলামা দলের পৌর কমিটির আহ্বায়ক মাওলানা মো. হোসাইন, সাংবাদিক মোহাম্মদ আলী প্রমুখ।
পরে বাংলাদেশ প্রতিদিনের রাঙামাটি প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমুর নেতৃত্বে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
বিডি প্রতিদিন/কেএ