বাংলাদেশ প্রতিদিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শরীয়তপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে কেক কেটে ইফতার ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের শরীয়তপুর প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক। প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইরোলা ইসমিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শরীয়তপুর এম এন ইন্টারন্যাশনালের প্রধান শিক্ষক শুশিল চন্দ্র দেবনাথ, মানব জমিনের শেখ খলিলুর রহমান ও মোহনা টিভির প্রতিনিধি মাহবুবুর রহমান।
আরও উপস্থিত ছিলেন এম এন ইন্টারন্যাশনালের পরিচালক জিটিভির জেলা প্রতিনিধি মো. মানিক মোল্যা, আরটিভি প্রতিনিধি আসাদ গাজি, নাগরিক টিভির প্রতিনিধি সাহাদাত হোসেন হিরু, বৈশাখী টিভির প্রতিনিধি আব্দুল খালেক পেদা, কালেরকণ্ঠের প্রতিনিধি ইমন, দীপ্ত টিভির প্রতিনিধি সালাউদ্দিন রুপম।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে প্রথমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ