চাঁদের অন্ধকার দিকে নামার প্রস্তুতি হিসেবে গতকাল রবিবার পরিকল্পিত কক্ষপথে ঢুকে পড়েছে চীনের মহাকাশযান চ্যাং ই-৪। বেইজিং'র স্থানীয় সময় সকাল ৮.৫৫ মিনিটে চ্যাং ই-৪ চাঁদের কক্ষপথে ঢুকেছে। একথা জানিয়েছে চীনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া।
তার ফলে চাঁদের অন্ধকার পৃষ্ঠ থেকে চ্যাং ই-৪ এখন মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। তবে কখন চাঁদের অন্ধকার দিকে চ্যাং ই-৪'র সফল অবতরণ ঘটবে সেই দিন বা সময় নির্দিষ্ট করেনি শিনহুয়া। স্পেস কন্ট্রোল থেকেই নির্দিষ্ট সময় জানানো হবে বলে জানিয়েছে শিনহুয়া। রিলে স্যাটেলাইট কোয়েকিয়াও'র মাধ্যমে চাঁদের পৃষ্ঠে নামবে চ্যাং ই-৪। গত ১২ ডিসেম্বর প্রথম চাঁদের কক্ষপথে ঢুকেছিল চ্যাং ই-৪।
যেহেতু চাঁদ পৃথিবীর সঙ্গে একই গতিতে নিজের কক্ষপথে ঘুরছে তাই চাঁদের অন্ধকার দিক কখনওই পৃথিবী থেকে দেখা যায় না। এর আগে অন্য মহাকাশযান অন্ধকার দিকের ছবি তুলে পাঠালেও সেখানে অবতরণ করেনি। চাঁদের দৃশ্যমান দিকের থেকে অন্ধকার দিক অনেক বেশি পাথুরে, রুক্ষ এবং অসমতল। ফলে সেখানে চ্যাং ই–৪ সফল অবতরণ করলে সেটাই হবে মানুষের তৈরি প্রথম মহাকাশযানের সফল অবতরণ।
উল্লেখ্য, চাঁদের অন্ধকার দিক সম্পর্কে এখনও প্রায় অনবগত মানুষ। ওই দিকটি সম্পর্কে জানতে পারলে শুধু চাঁদ সম্পর্কেই নয়, পৃথিবীর জলস্তরের ওঠানামা, জোয়ারভাটা সম্পর্কেও অনেক অজানা তথ্য জানা যাবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত