ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিতকল্পে প্রবল বিশ্বজনমত তৈরিসহ সাত দফা প্রস্তাব দিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর। গাজার মুসলমানদের ওপর ইসরায়েলের নির্বিচার হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে তিনি এ প্রস্তাব পেশ করেন। দলের ঢাকা মহানগরী সভাপতি মোশাররফ হোসেন হেলালীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, খাজা আরিফুর রহমান তাহেরী, আমজাদ আলী লিটন, তরিকুল হাসান লিংকন প্রমুখ।
জয়নুল আবেদীন জুবাইর বলেন, যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় যে মোড়ল রাষ্ট্রগুলো ইসরায়েলকে অবৈধ মদদ দিচ্ছে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের এ অবস্থান থেকে সরিয়ে আনতে হবে। পক্ষান্তরে বিশ্বের শক্তিধর যে রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে।