শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অতিরিক্ত ভর্তি ফি কমানোর দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।
বুধবার দুপুরে ছাত্রদলের দপ্তর সম্পাদক শামসুজ্জামান প্রিন্স ও ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মুহসিনুর রহমানের পৃথক স্বাক্ষরিত বিবৃতিতে ভর্তি ফি কমানোর দাবি জানানো হয়।
ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, ‘আগামী ১৫ এপ্রিল শাবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি শুরু হতে যাচ্ছে। এবার অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়েছে, যা অনেক শিক্ষার্থীর সাধ্যের বাইরে। দ্রুত সময়ের মধ্যে অযৌক্তিক ফি কমাতে হবে।
অন্যদিকে ছাত্রশিবিরের বিবৃতিতে বলা হয়, আগামী ১৫ এপ্রিল ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হবে। গত সেশনে গুচ্ছ পদ্ধতিতে থাকাকালীন ভর্তি ফির চেয়ে এ বছর ভর্তি ফি খুবই সামান্য পরিমাণ কমানো হয়েছে। কিন্তু সেটিও গুচ্ছ পদ্ধতির পূর্ববর্তী সময়ের ভর্তি ফির দ্বিগুণেরও বেশি, যা পরিশোধ করা অধিকাংশ শিক্ষার্থীর সাধ্যের বাইরে। গত কয়েক বছরের মধ্যে ভর্তি ফি অস্বাভাবিক বৃদ্ধি কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। বিবৃতিতে দ্রুত নতুন করে যৌক্তিক ও গ্রহণযোগ্য ভর্তি ফি নির্ধারণের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করছে শাবিপ্রবি। আগামী ১৫ এপ্রিল ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। তবে সর্বশেষ এককভাবে ভর্তি পরীক্ষায় (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ফি ছিল ৮ হাজার টাকা। গুচ্ছে যুক্ত হওয়ার পর ভর্তি ফি নেওয়া হয় ১৮ হাজার টাকা। এবার গুচ্ছ থেকে বেরিয়ে অতিরিক্ত ফি নেওয়ার ফলে ক্ষোভে ফুঁসছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, অতিরিক্ত ফি কমিয়ে যেন ভর্তি কার্যক্রম শুরু করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল