রাজধানীর কামরাঙ্গীরচরে গণপিটুনীতে নাদিম ও মাসুদ নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে কামরাঙ্গীরচরের সিলেটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, বেশ কিছু দিন আগে চাঁদাবাজির ঘটনায় এক ব্যবসায়ী স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। সম্প্রতি মামলাটি তুলে নিতে ওই ব্যবসায়ীকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল।
বুধবার রাতে ৪-৫ জনের একটি দল সিলেটিয়া বাজার এলাকায় এসে ওই ব্যবসায়ীকে আবারও হুমকি দিতে গেলে তাদের সঙ্গে স্থানীয়দের বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্তদের ঘিরে ফেলে মারধর করে।
ঘটনাস্থলেই মাসুদ নামে একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করেন। অপরজন ঢামেকে চিকিৎসা নিচ্ছেন।
নিহত নাদিম লালবাগ শহিদ নগর এলাকার বাসিন্দা সুলতান মিয়ার ছেলে। তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পরিদর্শক লুৎফর রহমান আরও জানান, প্রাথমিকভাবে এ ঘটনা সম্পর্কে যা জানা গেছে, তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে যে, অন্য কোনো কারণ ছিল কিনা। বর্তমানে পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম