কিছুদিন আগেই নাসার মহাকাশযান ওসিরিস রেক্স'র পাঠানো তথ্য সংবাদ শিরোনাম হয়েছিল। তখন জানা গিয়েছিল, পৃথিবীর অন্যতম বিপদ তার নিকটবর্তী এক গ্রহাণু, যার নাম বেন্নু। এরই মধ্যে ফের বড় খবরে চমকে দিচ্ছে নাসা। এবারও চমকের কারণ সেই গ্রহাণু বেন্নু।
জানা গেছে, বেন্নুকে প্রদক্ষিণ করার সময়ে তার পৃষ্ঠতলে অক্সিজেন এবং হাইড্রোজেন কণার সন্ধান পেয়েছে মহাকাশযান ওসিরিস রেক্স। প্রাণ গঠনের দুই প্রধান উপাদান উপস্থিত থাকায়, এখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা।
ওসিরিস রেক্স'র মিশন প্রিন্সিপাল অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দান্তে লাওরেত্তা জানিয়েছেন, ‘‘আমরা এখানে পানি সমৃদ্ধ খনিজের সন্ধান পাচ্ছি। দেখা যাক আর কী কী পাওয়া যায়।’’ বিজ্ঞানীরা বিশ্বাস করেন, পৃথিবীর চারপাশে ছড়িয়ে থাকা এই অসংখ্য গ্রহাণু আজ থেকে সাড়ে চারশো বছর আগে তৈরি হয়েছিল সৌরজগত নির্মাণের সময়ে।
প্রসঙ্গত, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে বেন্নুর উদ্দেশে রওনা দেয় নাসার মহাকাশযান। আগামী আরও ছয় বছর এই গ্রহাণুকে নিরীক্ষণ করবে ওসিরিস রেক্স । ২০২০ সালের মধ্যে বেন্নুর উপাদান সংগ্রহ করতে সক্ষম হবে এই মহাকাশযান। আরও নতুন চমক নিশ্চয়ই অপেক্ষা করে আছে পৃথিবীবাসীর জন্য।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত