মহাকাশে ১৯৭ দিন থাকার মূল্য এই ভাবে দিতে হবে, ভাবতেও পারেননি নাসা'র মহাকাশ বিজ্ঞানী এ জে ড্রিউ ফিউস্টেল।তিনি যখন পৃথিবীতে ফিরলেন, তখন পৃথিবীর মাটিতে পা ফেলতেই পড়ে গেলেন তিনি৷ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে কিছুতেই তাল সামলাতে পারছেন না তিনি।
ফিউস্টেলের ভিডিওটি এখন টুইটারে ভাইরাল ও ট্রেন্ডিং। নাসা থেকে ৩ মহাকাশচারী গিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশন 'SoyuzMS-09' মহাকাশযানে গিয়েছিলেন তারা। প্রায় ২০০ দিন মহাকাশে কাটিয়ে ফিরেছেন তারা।
এরপরই বিপত্তি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন ফিউস্টেল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাঁটতে কী পরিমাণ অসুবিধা হচ্ছে তার৷ হাঁটতেই পারছেন না তিনি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত