রিয়াল মাদ্রিদের হারে লা লিগার শীর্ষে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ ছিল বার্সেলোনার সামনে। তবে হান্সি ফ্লিকের শিষ্যরা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলো।
শনিবার রাতে রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় কাতালানরা।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বার্সেলোনা। ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে তারা নেয় ১৩টি শট, যার মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। অন্যদিকে বেতিস ছয়টি শট নেয়, এর দুটি লক্ষ্যে।
ম্যাচের ৭ম মিনিটে ফেররান তরেসের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন তরুণ মিডফিল্ডার গাভি। তবে ১৭তম মিনিটেই কর্নার থেকে নাতানের দুর্দান্ত হেডে সমতা ফেরায় বেতিস। চলতি লিগে এটিই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের প্রথম গোল।
এরপর একের পর এক আক্রমণে বেতিসের রক্ষণে চাপ সৃষ্টি করে বার্সেলোনা। পেদ্রি, তরেস, লেভানদোভস্কি, ইয়ামাল, রাফিনিয়ারা একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। বেতিস গোলরক্ষক আদ্রিয়ান ছিলেন দুর্দান্ত ফর্মে।
৮৮তম মিনিটে উল্টো পাল্টা আক্রমণে এগিয়ে যাওয়ার সুযোগ পায় বেতিস। তবে নাতানের দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন বার্সা গোলরক্ষক। যোগ করা সময়ের শেষ মুহূর্তেও রাফিনিয়ার ক্রসে বল পা ছোঁয়াতে পারেননি লেভানদোভস্কি ও ফের্মিন লোপেস।
এই ড্রয়ে ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে বেতিস। ২ ম্যাচ কম খেলা ভিয়ারেয়াল ৪৭ পয়েন্ট নিয়ে নেমে গেছে ছয়ে।
বিডি প্রতিদিন/নাজিম