শিরোপা জয়ের জন্য মাত্র এক পয়েন্টই যথেষ্ট ছিল প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি)। কিন্তু ঘরের মাঠে অঁজির বিপক্ষে লুইস এনরিকের শিষ্যরা থামেননি ড্রয়ে—দুর্দান্ত ছন্দে থাকা দলটি ১-০ গোলের জয় দিয়ে নিশ্চিত করল লিগ ওয়ানের টানা চতুর্থ এবং সব মিলিয়ে ১৩তম শিরোপা।
লিগ তালিকায় ১৪তম স্থানে থাকা অঁজির বিপক্ষে প্রথমার্ধে গোলের জন্য একের পর এক আক্রমণ শানায় পিএসজি। প্রথম ৪৫ মিনিটে ১১টি শট নেওয়া হলেও মাত্র একটি ছিল অনটার্গেটে। তবে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে কাভারাত্সখেলিয়ার পাস থেকে ফরাসি ফরোয়ার্ড দিজিরে দুয়ের একমাত্র গোলেই জয়ের দেখা পায় স্বাগতিকরা।
এই জয়ের ফলে ২৮ ম্যাচে ২৩ জয় ও ৫ ড্রয়ে পিএসজির সংগ্রহ ৭৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোনাকো। বাকি ৬ ম্যাচে হার না মানলেই অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে মৌসুম শেষ করবে প্যারিসিয়ানরা।
এই নিয়ে ফ্রান্সের শীর্ষ লিগে টানা চতুর্থ ও সব মিলিয়ে ১৩তম শিরোপা ঘরে তুলল পিএসজি। গত ১৩ মৌসুমের মধ্যে ১১ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা, যা দেশের ফুটবলে একচ্ছত্র আধিপত্যেরই প্রমাণ।
এ মৌসুমে লিগ শিরোপার পাশাপাশি আরও দুটি ট্রফি জয়ের দারুণ সুযোগ রয়েছে পিএসজির সামনে। ইতোমধ্যে জায়গা করে নিয়েছে ফরাসি কাপের ফাইনালে। আর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে লুইস এনরিকের দল।
বিডি প্রতিদিন/নাজিম