ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রাম থেকে লিমা আক্তার (২১) নামক এক গৃহবধূ ও চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রাম থেকে মামুন মাতুব্বর (১৭) নামক এক কিশোরের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
আজ শনিবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে গৃহবধূ ও সকাল ৯ টার দিকে কিশোরের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ, এলাকাবাসী ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা যায়, মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের সিকান্দার মাতুব্বরের চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন গৃহবধূ লিমা আক্তার (২১)। তিনি সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের মেছেরডাঙ্গী গ্রামের মুকুল খানের মেয়ে ও একই ইউনিয়নের জমাদ্দারডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসী আবু মৃধার স্ত্রী। তিন বছর আগে প্রেম করে আবু মৃধা বিয়ে করেন লিমা আক্তারকে। গত ৫ মাস আগে আবু মৃধা ও লিমা ভাঙ্গায় এসে বাসা ভাড়া নেয়। তখন আবু মৃধা সৌদি থেকে দেশে ছুটিতে এসেছিলো। ফেব্রুয়ারি মাসে আবু মৃধা পুনরায় সৌদি আরবে চলে যায়। এরপর থেকে লিমা একা বাসায় থাকতো। শনিবার সকালে সৌদি থেকে স্বামী আবু মৃধা স্ত্রী লিমাকে বারবার মোবাইল ফোনে কল দেয়। কিন্ত, লিমা ফোন রিসিভ না করায় বিষয়টি আবু মৃধা লিমার ছোট ভাই রোমানকে জানায়। এরপর রোমান সদরপুর থেকে ভাঙ্গায় বোনের বাসায় আসে। বোন লিমাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি রোমান। এরপর বিষয়টি বাড়ির তত্ত্বাবধায়ক আজিজুল মৃধা (৪৭) কে জানায়। তিনি ভাঙ্গা থানায় বিষয়টি জানান।
এরপর ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্লাটের দুটি দরজা ভেঙে বেলকনির গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় লিমার লাশ উদ্ধার করে।
অপরদিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামের কৃষক মাজেদ মাতুব্বরের ছেলে মামুন মাতুব্বর (১৭) এর লাশ বাড়ির পাশের আম গাছের ডালে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজন ভাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ শনিবার সকাল নয়টার দিকে তার লাশ উদ্ধার করে। মামুন মাতুব্বর ঢাকায় একটি মোবাইলের দোকানের কর্মচারী। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলো। শুক্রবার রাত ৯ টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। রাত ১২ টায়ও বাড়ি না ফেরায় বাবা মাজেদ মাতুব্বর ছেলে মামুন মাতুব্বরকে ফোন দেয়। এ সময় ফোন বন্ধ পান তিনি। সকালে এক প্রতিবেশি ঝুলন্ত অবস্থায় মামুনের লাশ দেখতে পেয়ে তার বাবাকে খবর দেয়। এরপর ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ভাঙ্গা থানার দ্বিতীয় কর্মকর্তা লোকমান হোসেন বলেন, পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ