আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসান ও তামিম ইকবাল থাকছেন না, এটা আগেই জানা গিয়েছিল। চমক বলতে বাদ পড়েছেন লিটন দাস। দলে জায়গা পেয়েছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলের সঙ্গে থাকলেও খুব একটা খেলা হয়নি এই উইকেট কিপার ব্যাটারের। একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছিলেন ৩৯ রান। এবার বড় মঞ্চে খেলার সুযোগ পেলেন তরুণ তুর্কি। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য বেশ খ্যাতি আছে ইমনের। ব্যাট চালিয়ে খেলেন বড় বড় শট।
রবিবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর মিরপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
ওয়ানডেতে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স মনে রাখলে অবশ্য এটিকে চমক বলাটা ঠিক হবে না। সর্বশেষ ৭ ইনিংসে দুই অঙ্কের রান নেই। সর্বশেষ ফিফটি করেছেন গত ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে। এরপর ১৪ ইনিংসে লিটনের বলার মতো ইনিংস বলতে সেই বিশ্বকাপেই পাকিস্তানের বিপক্ষে ৪৫। বিশ্বকাপে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের দুই ম্যাচে করেছিলেন ২৩ ও ৩৬। এরপর থেকেই ওয়ানডেতে রান করতে ভুলে গেছেন লিটন। সে বছরই ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে তিন ম্যাচে রান ২২, ৬ ও অপরাজিত ১।
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট হবে পাাকিস্তান ও দুবাইয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। সেখান থেকে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে পরের দুটি ম্যাচ ২৪ ও ২৭ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান।
বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, পারভেন হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
বিডি প্রতিদিন/নাজিম