কোন ব্যক্তি বা গোষ্ঠির স্বার্থের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া হবে না। যারা দলের নিয়ম লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যারা দলের বাইরে থেকে বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৫ এপ্রিল) সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে দলীয় নেতাকর্মীদের প্রতি এমন সতর্কবার্তা দেন দলটির নেতারা।
এসময় জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, বিএনপি অত্যন্ত সুশৃঙ্খল ও জনভিত্তিক একটি রাজনৈতিক দল। কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন কিংবা বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হন, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বেশ কয়েকটি সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যা তার শৃঙ্খলার প্রতি কঠোর অবস্থানের প্রমাণ।
বিএনপি সবসময় গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় উল্লেখ করে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী বলেন, একজন ব্যক্তির অনৈতিক কাজকে পুরো দলের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। সমালোচনা করুন, প্রশ্ন তুলুন কিন্তু ন্যায়বিচার করুন। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে, ভবিষ্যতেও থাকবে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময়কালে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, শাহজামাল নুরুল হুদা, মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা