সিলেটে আগামীকাল শুরু জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে ইতোমধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে জাতীয় দলের ক্রিকেটাররা এখন ব্যস্ত ঘরোয়া ক্রিকেটে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ চলছে। আজ ও আগামীকাল বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটের ১১ বা শেষ রাউন্ড। শেষ রাউন্ডের ম্যাচ খেলে জাতীয় দলের ক্রিকেটাররা যোগ দেবেন ক্যাম্পে। দেশের ক্রীড়াঙ্গনের দুই হেভিওয়েট, জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও মোহামেডান মুখোমুখি হচ্ছে আজ। দুই প্রবল প্রতিপক্ষ সকাল ৯টায় মুখোমুখি হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ক্রিকেটপ্রেমীদের সব নজর নাজমুল হোসেন শান্তর আবাহনী ও তাওহিদ হৃদয়ের মোহামেডানের দিকে। আবাহনীর পয়েন্ট ১০ ম্যাচে ৯ জয়ে ১৮ এবং মোহামেডানের পয়েন্ট সমান ম্যাচে ৮ জয়ে ১৬। প্রিমিয়ার ক্রিকেট লিগে দুই দল এই প্রথম মুখোমুখি হচ্ছে। লিগের বাকি দুটি ম্যাচের ভেন্যু বিকেএসপি। প্রাইম ব্যাংক গুলশান ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে বিকেএসপি-৪ নম্বর মাঠে এবং শাইনপুকুর-রূপগঞ্জ ক্রিকেটার্স ম্যাচ বিকেএসপি ৩ নম্বর মাঠে।
আবাহনী, মোহামেডান, গাজী ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব ও লেজেন্ডস অব রূপগঞ্জের সুপার সিক্স নিশ্চিত। ষষ্ঠ দল হিসেবে জায়গা পেতে অপেক্ষায় থাকতে হবে অগ্রণী ব্যাংক ও প্রাইম ব্যাংককে। অগ্রণীর পয়েন্ট ১২ ও প্রাইমের ১০। যদি প্রাইম জয় এবং অগ্রণী হেরে যায়, তখন দুই দলের পয়েন্ট সমান হবে। রানরেটে নির্ধারিত হবে ষষ্ঠ দল। রেলিগেশন লিগে খেলার পাইপলাইনে রয়েছে শাইনপুকুর, পারটেক্স, ব্রাদার্স ইউনিয়ন ও রূপগঞ্জ টাইগার্স।
ফুটবল, ক্রিকেট, হকি, যে কোনো ফরম্যাটে একসময় আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই গোটা দেশের ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসব ছড়িয়ে পড়ত। দুই প্রিয় দলের খেলার সাক্ষী হতে সকাল থেকেই মাঠে হাজির হতেন সবাই। পতাকায় পতাকায় ছেয়ে থাকত সুনীল আকাশ। আজ সেসব স্মৃতি। এখন সেই উত্তেজনা, উৎসব নেই। দুই দলের সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বিতাও নেই। তারপরও আবাহনী ও মোহামেডান ম্যাচের আলাদা একটি আবেদন রয়ে গেছে। আজকের ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীরা আবার মাঠমুখী হবেন নিশ্চয়।
অবশ্য ম্যাচটিতে না খেলার ক্ষীণ সম্ভাবনা রয়েছে মোহামেডানের বর্ষীয়ান ক্রিকেটার মুশফিকুর রহিমের। ব্যক্তিগত অনুশীলন করবেন বলে নাও খেলতে পারেন। মোহামেডান পাচ্ছে না তামিম ইকবালের সার্ভিস। তবে মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, রনি তালুকদার, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এবাদত হোসেন, তাইজুল ইসলামরা খেলবেন। শক্তি খুব একটা কমেনি। আবাহনী সার্ভিস পাচ্ছে অধিনায়ক নাজমুল শান্ত, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, পারভেজ হোসেন ইমনদের।
প্রিমিয়ার ক্রিকেটের পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার পরি. পয়েন্ট রানরেট
আবাহনী ১০ ৯ ১ ০ ১৮ ১.৭৩৬
মোহামেডান ১০ ৮ ২ ০ ১৬ ০.৭৬৯
গাজী ক্রিকেটার্স ১০ ৭ ২ ০ ১৪ ০.৯৬০
লেজেন্ডস রূপগঞ্জ ১০ ৬ ৩ ১ ১৩ ১.৮৭২
গুলশান ক্রিকেট ক্লাব ১০ ৬ ৩ ১ ১৩ ০.০৪৮
অগ্রণী ব্যাংক ১০ ৬ ৪ ০ ১২ ০.০৯৭
প্রাইম ব্যাংক ১০ ৫ ৫ ০ ১০ ০.০৫৬
ধানমন্ডি ক্রিকেট ক্লাব ১০ ৪ ৬ ০ ৮ -০.৪৬১
রূপগঞ্জ টাইগার্স ১০ ২ ৭ ১ ৫ —০.৭৫৭
ব্রাদার্স ইউনিয়ন ১০ ২ ৭ ১ ৫ -০.৭৯৯
পারটেক্স ১০ ২ ৮ ০ ৪ -১.৪৭৩
শাইনপুকুর ১০ ১ ৯ ০ ২ -১.৮০২