বয়স ৪০ হলেও ফিটনেস ও খেলার ধার কমেনি একটুও। সৌদির আল নাসর এবং পর্তুগালের জার্সিতে মাঠ কাঁপাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌন্দর্যেও হার মানাবেন অনেক অভিনেতাকে। এবার সেটাই সত্যি হতে চলেছে। জার্সি-স্পাইক ছেড়ে সিনেমায় আসছেন এই পর্তুগিজ তারকা। সামাজিক মাধ্যমে পোস্টে এমনটাই ইঙ্গিত দিয়েছেন রোনালদো। হলিউডের জনপ্রিয় পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে জুটি বেঁধেছেন সিআর সেভেন।
ইউআর.এমএআরভি নামে একটি ফিল্ম প্রোডাকশন স্টুডিও বানাচ্ছেন তাঁরা। ম্যাথিউ ও রোনালদোর জুটিতে খেলা এবং সিনেমার মেলবন্ধন ঘটতে চলেছে।