এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে ১০ জুন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ হচ্ছে, তা অনেকটাই নিশ্চিত। সংস্কার করা স্টেডিয়ামের কাজ ৯০ ভাগই সম্পন্ন। বাকি যতটুকু আছে তা এক মাসেই শেষ হয়ে যাবে। দেশের ১ নম্বর জাতীয় স্টেডিয়াম অনেক সুখ-দুখের সাক্ষী। সেই ভেন্যুতে দেখা মিলবে হামজা দেওয়ান চৌধুরীর ম্যাজিক। গ্যালারিতে বসে তা উপভোগ করবেন ভাগ্যবান দর্শকরা। আনন্দের খবর হচ্ছে, শুধু হামজা নন, সেদিন আরেক বাংলাদেশি বংশো™ভূত ফুটবলার লাল-সবুজের জার্সিতে মাঠে নামতে পারেন। সামিত সোম, যিনি কানাডায় মাঠ কাঁপাচ্ছেন। ২৭ বছর বয়সী এ ফুটবলারের জন্ম কানাডায়। মা-বাবা দুজনই বাংলাদেশি। কানাডিয়ান প্রিমিয়ার লিগে কালাভারি এফসির মধ্য মাঠের নিয়মিত খেলোয়াড় তিনি। ২০১৬ সালে কানাডার অনূর্ধ্ব-২০ দলের ৭টি ও ২০১৮ সালে অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন চার ম্যাচ।
সামিতের ক্যারিয়ারে সেরা প্রাপ্তি হচ্ছে ২০২০ সালে কানাডার জাতীয় দলের হয়ে খেলা। দুটি ম্যাচ খেলেন। এখনো জাতীয় দল থেকে ডাক আসতে পারে। এত উঁচুমানের ফুটবলার বাবা-মায়ের টানে নিজ থেকে বাংলাদেশ জাতীয় দলে খেলতে চান। বাবা-মা বাংলাদেশি, সে ক্ষেত্রে পাসপোর্ট পেতে বেশি সমস্যা হবে না মনে করছে বাফুফে। তবে সামিত কানাডার জাতীয় দলে খেলায় ফিফার অনুমতির ব্যাপার রয়েছে। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম বলেন, ১০ জুনের আগেই আমরা সব প্রক্রিয়া শেষ করব। চেষ্টা থাকবে সিঙ্গাপুরের বিপক্ষে খেলাতে।