ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বরোচিত গণহত্যা বন্ধের দাবিতে বরিশালে পৃথক বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সদর রোডে বিভিন্ন কলেজের শিক্ষার্থী, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ এবং স্বাধীনতা ফোরাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করা হয়।
প্রত্যেকটি কর্মসূচিতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এছাড়াও ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল