পশ্চিম পেরুল। সবুজ ছায়া ঢাকা গ্রাম। গ্রামটি কুমিল্লা লালমাই উপজেলায় অবস্থিত। গ্রামের বাতাসে ভাসে ধানের ফুলের মিষ্টি ঘ্রাণ আর পাখির কলকাকলি। এই গ্রামে একজন অধ্যাপক বিশ^ নাগরিক গড়ার চেষ্টা করে চলেছেন। তিনি বিনামূল্যে গ্রামের শিক্ষার্থীদের ইংরেজিসহ বিভিন্ন বিষয়ে পড়ান। গণপাঠাগার চালু করেছেন। মায়ের নামে ঊষা স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রতি বছর শিক্ষা বৃত্তি ও দুস্থদের সহায়তা দেওয়া হয়। গ্রামে একটি মহাশ্মশান প্রতিষ্ঠা করেন। তিনি অধ্যাপক অমøান কুসুম রায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, ফয়েজগঞ্জ থেকে পশ্চিমে সবুজ মাঠের মাঝ দিয়ে গ্রামে একটি সড়ক প্রবেশ করেছে। সড়কের শেষ প্রান্তে পশ্চিম পেরুল। গ্রামের প্রথমে মন্ডলবাড়ি। বাড়ির প্রথমে বসন্ত- কৌশল্যা নিবাস। বাড়িতে ঢুকে হাতের বাম পাশে দুই তলা শ্রীধর ভবন। নিচতলায় ছেলেদের পড়ানোর কক্ষ ঊষা স্মৃতি পাঠাগার। এখানে শিক্ষার্থীদের আনাগোনা। ওপরের তলায় বড় বোনের নামে দেবিকা স্মৃতি গ্রন্থাগার। সেখানেও পড়ানো ও পাঠাগার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ৭০ বছর বয়সের শিক্ষক অমøান কুসুম রায়। তাঁকে বয়স ছুঁতে পারেনি। যেন এখনো ৪০-এর ঘরে রয়েছেন। তাঁকে সহযোগিতা করছেন তাঁর স্ত্রী আলীশ^র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনিতা দত্ত। এ ছাড়া তাঁরা ফসল উৎপাদন ও বাগান করা নিয়ে সময় কাটান। পঞ্চম শ্রেণির আবু বকর সিদ্দিক ও অষ্টম শ্রেণির সায়ন্ত সাহা বলেন, স্যারের কাছে আমরা ইংরেজিসহ বিভিন্ন বিষয় পড়ি। তিনি সহজ করে ইংরেজি পড়ান। তার কাছে পড়ে আমাদের রেজাল্ট ভালো হচ্ছে। আমাদের মতো অনেকে স্যারের কাছে বিনামূল্যে পড়েন। অনিতা দত্ত বলেন, অমøান কুসুম রায় তার স্বপ্ন পূরণে গ্রামে এসেছেন। জীবিকা ও শিক্ষা ছাড়া শহরে থাকার খুব প্রয়োজন দেখি না। গ্রামে স্বজনদের সঙ্গে সুন্দর সময় কাটে। আমাদের কাজে প্রবাসী ছেলে প্রতীক রায় ও মেয়ে নীরা রায়ও সহযোগিতা করেন। অমøান কুসুম রায় বলেন, আমাদের সন্তানরা মেধাবী। বিশ^মঞ্চে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রয়েছে তাদের। রয়েছে অফুরন্ত সম্ভাবনা। যারা ইংরেজির দুর্বলতার কারণে এগিয়ে যেতে পারেন না। তাদের এগিয়ে দিতে চেষ্টা করছি। জন্ম এই গ্রামে। বাবা শ্রীধর কান্তি রায় রেলওয়েতে চাকরি করতেন। সে সুবাদে চট্টগ্রামে শৈশব ও যৌবনকাল কেটেছে। চাকরির কারণে বিভিন্ন শহরে গিয়েছি। ২০১৫ সালে অবসর নিয়েছি। শহরের জীবন তখন থেকে আর টানে না। নিজেকে বন্দি মনে হয়। এই গ্রামে আমার নাড়ি পোঁতা। গ্রামের মানুষের জন্য কিছু করার আগ্রহ রয়েছে। এ ছাড়া গ্রামের মতো এত বড় সবুজ ক্যাম্পাস কোথায় পাওয়া যাবে? এখানে প্রাণভরে বিশুদ্ধ বাতাসে শ^াস নেওয়া যায়।
শিরোনাম
- রোনালদোর জোড়া গোল, আল-হিলালকে হারালো আল-নাসর
- হাঁটুর চোটে ১৪ সপ্তাহ মাঠের বাইরে স্টোন
- পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
- ২২ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন রাখী
- ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, অভিযুক্তকে পিটিয়ে হত্যা
- নেপালে ৫.২ মাত্রার ভূমিকম্প
- আইপিএলের প্রথমবার দেখা গেল এমন কিছু
- কুমিল্লায় মসজিদ কমিটির সেক্রেটারিকে হত্যার ঘটনায় গ্রেফতার ২
- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির গ্রেফতার
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
নিবেদিতপ্রাণ এক শিক্ষক
সম্মানি ছাড়াই ইংরেজি পড়ান অম্লান স্যার
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

পড়ানো ও পাঠাগার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ৭০ বছর বয়সের শিক্ষক অমøান কুসুম রায়। তাঁকে বয়স ছুঁতে পারেনি। যেন এখনো ৪০-এর ঘরে রয়েছেন। তাঁকে সহযোগিতা করছেন তাঁর স্ত্রী আলীশ^র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনিতা দত্ত...
টপিক
এই বিভাগের আরও খবর