নোয়াগাঁও। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা দক্ষিণ ইউনিয়নের একটি গ্রাম। বিস্তীর্ণ ফসলের মাঠ। যেদিকে চোখ যায় সেখানে হলুদ সরিষা ও সাদা ধনিয়া ফুলের ছড়াছড়ি। হলুদ ও সাদা ফুলে উড়ছে মৌমাছি। ফুলে ফুলে ভোঁ ভোঁ শব্দে মৌমাছি ওড়ে। যেন মৌমাছির রাজ্য। সেই মৌমাছির দল ফুলের মধু নিয়ে ছুটছেন জমির পাশে রাখা মধুর বাক্সে। মধু রেখে আবার ফিরছেন জমিতে। এ দৃশ্য দেখে খুশি কৃষক ও মৌচাষিরা। কারণ মৌমাছির মাধ্যমে ফুলের বেশি পরাগায়ণ হচ্ছে। এতে বাড়বে ফসল উৎপাদন। এদিকে বেশি মধু আহরণের আশায় খুশি মৌচাষিরা। এমন দৃশ্য চোখে পড়ে নোয়াগাঁওসহ বিচাপিতলা, শ্রীকাইল, রামচন্দ্রপুর, আমিননগর, রোয়াচালা, পীরকাশিমপুর, কামাল্লা, কাগাতুয়া ও আকুবপুরসহ বিভিন্ন গ্রামের মাঠে। সূত্রমতে, জেলায় এবার ১৫ হাজার ২৮০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। তার মধ্যে মুরাদনগরে চাষ হয়েছে ৯ হাজার ৯ হেক্টর জমিতে। এ ছাড়া জেলার উল্লেখযোগ্য মুরাদনগরে ৪৫০ হেক্টর জমিতে ধনিয়ার চাষ হয়েছে। কৃষক মোয়াজ্জেম হোসেন ও আবদুল মান্নান বলেন, ‘আগে আমাদের ভুল ধারণা ছিল। মৌমাছি এলে ফসল উৎপাদন কমে যায়। তবে পরে কৃষি কর্মকর্তাদের মাধ্যমে জানলাম, মৌমাছির কারণে ২০-২৫ ভাগ ফসল উৎপাদন বাড়ে। এছাড়া গ্রামে এখন কম দামে খাঁটি মধু পাওয়া যায়। পাশের দেবিদ্বার উপজেলার বাসিন্দা মৌচাষি এমদাদুল হক। তিনি বলেন, মুরাদনগরে মধুর খোঁজে শতাধিক চাষি বাক্স ফেলেছেন। তিনিও ২৫০টি বাক্স ফেলেছেন। তিনি আশা করছেন এই মৌসুমে ৪ টন মধু পাবেন। সরেজমিনে দেখা যায়, কুমিল্লা, সাতক্ষীরা, টাঙ্গাইল, যশোর, মানিকগঞ্জ ও পাবনা থেকে মৌচাষিরা এসেছেন। কিছু এলাকার কৃষক মৌ বক্স স্থাপনে আপত্তি জানাচ্ছেন। সেখানে উপ-সহকারী কর্মকর্তা মো. রায়হান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুর আলম মাঠে গিয়ে তাদের মৌ বক্স স্থাপনের সুফল বর্ণনা করছেন। এদিকে মৌচাষিরা জমে যাওয়া মধু সংগ্রহ করছেন। ট্রে থেকে পড়ছে তাজা টসটসে মধু। বাতাসে ভাসছে মধুর মিষ্টি ঘ্রাণ। স্থানীয়রা তাজা মধু কিনতে ভিড় জমাচ্ছেন। উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পু বলেন, ‘জেলার প্রায় অর্ধেক সরিষা চাষ হয়েছে মুরাদনগরে। এখানে কৃষকের ফসল উৎপাদন বাড়াতে মৌচাষিদের উদ্বুদ্ধ করা হয়েছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি, গত বছর ১৭ টন মধু পাওয়া গেছে। এবার জমি ও মৌমাছির পরিমাণ বেড়েছে। তাই ৪০ টন মধু পাওয়া যাবে বলে আশা করছি।
শিরোনাম
- বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র ভেবে ভারতকে সামনে এগোতে হবে : এ্যানি
- আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি : ড. ইউনূসকে বলেন মোদি
- খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই : খাদ্য উপদেষ্টা
- ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাসে জামায়াতের নিন্দা
- ফরিদপুরে চোরের হাতে প্রাণ গেল প্রবাসীর
- ইরানে হামলার হুমকি থেকে পিছু হটলেন ট্রাম্প, সরাসরি আলোচনার প্রস্তাব
- চার বিভাগে বৃষ্টি হলেও তাপপ্রবাহ থাকবে অব্যাহত
- কোনো স্থানেই ময়লা পোড়ানো যাবে না : পরিবেশ উপদেষ্টা
- যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা
- মুখের গড়ন বুঝে হতে হবে হেয়ার কাট
- অভিনেতাসহ গ্রেপ্তার ১১, তুরস্কে বয়কট আন্দোলন
- ভাঙ্গায় কিশোর ও গৃহবধূর লাশ উদ্ধার
- গরমে মেকআপ যেন না গলে
- কিশোরগঞ্জে অষ্টমী স্নানে লাখো পুণ্যার্থীর ঢল
- পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো নিউজিল্যান্ড
- বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনাল অনুষ্ঠিত
- বাস-অটোরিকাশয়ার সংঘর্ষে নারী নিহত, শিশুসহ আহত ৪
- কানাডায় ভারতীয় নাগরিক খুন
- জয়পুরহাটে রামদেও বাজলা প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত
- লৌহজংয়ে পাওয়া মরদেহের টুকরোগুলো সাভারের সবুজ মোল্যার
সরিষা ধনিয়ার মাঠে মধু উৎসব
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর