হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে সাধারণ মানুষকে নানা ধরনের চিকিৎসা পরামর্শ দেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-৩ এর রেজিস্ট্রার ডা. মাহবুব আলম মির্জা। গত চার বছর ধরে তিনি এভাবে সেবা দিচ্ছেন। ডা. মাহবুব আলম বলেন, ‘গৌরনদীর বাসিন্দা একজন অসুস্থ অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। ওই রোগীর সঙ্গে কোনো স্বজন ছিল না। একপর্যায়ে ওই রোগী জ্ঞান হারিয়ে ফেলেন। কোনোভাবে তাঁর স্বজনদের সন্ধান খুঁজে পাইনি। তখন চিন্তা আসে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে সেখানে তাঁর ছবি দিয়ে পরিচয় নিশ্চিত জানা যেত। এভাবেই শুরু।’ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির সুবাদে অনেকে চিকিৎসাসেবার জন্য তাঁকে কল দেন। কিন্তু ব্যস্ততার কারণে সব কল রিসিভ করা সম্ভব হয় না। এর সমাধানে ‘স্বাস্থ্য গ্রুপ গৌরনদী আগৈলঝাড়া’ নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন তিনি। বর্তমানে গ্রুপে ৮৪৪ জন সদস্য রয়েছেন। ডা. মাহবুব আলম মির্জা বলেন, ‘অনেকের সাধারণ কিছু সমস্যা হয়। সেই সমস্যার জন্য চিকিৎসকের কাছে আসতে হয় না। রোগীর উপসর্গ জানালে আমি পরামর্শ দিই।’ এর মাধ্যমে রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন। এ ছাড়াও গ্রুপের মাধ্যমে বিভিন্ন রোগ, রোগের ধরন ও প্রতিকার সম্পর্কেও পরামর্শ দিয়ে থাকেন। তিনি বলেন, ‘রোগীর গোপনীয়তা রক্ষা করা হয়। যে কোনো রোগী গ্রুপে তাঁর নম্বরে রোগের ধরন ও উপসর্গ জানিয়ে মেসেজ দিলে তিনি তাঁর সমাধান গ্রুপে লিখে দেন।’ তাঁর গ্রুপে ৫০০ ডায়াবেটিকস রোগী রয়েছেন। তার মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ নিয়ে তাঁরা সুস্থ রয়েছেন। সরাসরি চিকিৎসকের কাছেও যেতে হচ্ছে না। এতে ওই রোগীরা বাড়তি ব্যয় থেকেও রক্ষা পাচ্ছেন। অনেক রোগী তাঁর রোগের চিকিৎসাসেবা নিয়েও পরামর্শ নেন। তিনি গ্রুপের মাধ্যমে কোথায় গেলে চিকিৎসা পাবেন, অস্ত্রোপচার প্রয়োজন রয়েছে কি না ও অস্ত্রোপচার করতে হলে কোথায় করতে হবে এবং ব্যয় কত হবে সেটিও জানিয়ে দেন। গ্রুপের একাধিক সদস্য জানিয়েছেন, যে কোনো রোগ সম্পর্কে গ্রুপে লিখলেই বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ পাওয়া যাচ্ছে। এতে একদিকে যেমন অর্থ সাশ্রয় হচ্ছে অন্যদিকে সময় বেঁচে যাচ্ছে। অন্য চিকিৎসকরা যদি এভাবে গ্রুপ খুলে রোগীদের সচেতনতার পাশাপাশি পরামর্শ সেবা দিতেন তাহলে সাধারণ মানুষ আরও উপকৃত হতেন। এ বিষয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘তাঁর উদ্যোগটি ভালো। এর মাধ্যমে রোগীরা সহজেই সুচিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছেন।’
শিরোনাম
- ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি
- এ বছরের মধ্যে আমরা নির্বাচন আদায় করে নেব : ইশরাক
- শরীরে একাধিক কোপ, ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- অক্টোবরেই অচল ২৪ কোটি কম্পিউটার, বিকল্প কী?
- যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৩২৯টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
- ঈদের পঞ্চম দিনেও ‘দাগি’-‘জংলি’র দাপট অব্যাহত, আয় কত?
- আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু
- বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
- মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে উপচেপড়া ভিড়
- কসবায় যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
- সিলেটে টাকা ধার না দেওয়ায় যুবক খুন
- চট্টগ্রামে জেলেদের জালে মিলল বৃদ্ধার লাশ
- মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত
- লাশের গন্ধে ভারী মিয়ানমারের সাগাইংয়ের বাতাস
- এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে (ভিডিও)
হোয়াটসঅ্যাপে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেন ডা. মাহবুব
সাইদ মেমন, বরিশাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর