নিজের পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ বাইডেন প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও ডেমোক্র্যাটিক পার্টির কয়েকজন উচ্চপর্যায়ের নেতার রাষ্ট্রীয় নিরাপত্তা সুবিধা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ ঘোষণা দেন ট্রাম্প। নিজের পোস্টে বলেন, যাদের নিরাপত্তা প্রত্যাহার করা হবে তাদের একটি তালিকাও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার পরিবারের সদস্যরা, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস, বাইডেন প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, বাইডেনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাকব সুলিভান, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনসহ সাবেক বাইডেন প্রশান ও ডেমোক্র্যাটির পার্টির জ্যেষ্ঠ নেতাদের অনেকেই রয়েছেন এ তালিকায়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, তার পরিবারের সদস্যরা এবং রাষ্ট্র পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তারা অবসরে যাওয়ার পরও নিরাপত্তা সুবিধা পান। এটি যুক্তরাষ্ট্রের ঐতিহ্য। তবে ট্রাম্প এই ঐতিহ্য আর টেনে নিতে আগ্রহী নন বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের এতদিন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানানো হতো। এখন থেকে আর এ ব্যাপারটি ঘটবে না বলেও নিজের পোস্টে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি এই মর্মে জানাচ্ছি যে, সাবেক সরকারের লোকজনদের নিরাপত্তা যেন প্রত্যাহার করে নেওয়া হয়, সে জন্য সরকারের সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি আরও জানাচ্ছি যে, এখন থেকে যেন সাবেক সরকারের কাউকে রাষ্ট্রীয় গোপন তথ্য সম্পর্কে অবহিত করা না হয়- সে নির্দেশও দেওয়া হয়েছে।’ –এএফপি
শিরোনাম
- এসএসসি পরীক্ষা শুরু আজ, ফেনীতে পরীক্ষার্থী প্রায় ৩০ হাজার
- পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ
- পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করলেন ট্রাম্প, এ সময় এই শুল্ক থাকছে ১০ শতাংশ
- ক্ষুধা-দুর্ভিক্ষ নিয়ে কথা বলতে গিয়ে কাঁদলেন ড. ইউনূস
- ‘আজ কি রাত ২.০’? তামান্নার নতুন গানের শুটিং ফাঁস
- ফেস আইডি, কিউআর কোডসহ নতুন আধার অ্যাপ চালু করল ভারত
- ডিসেম্বরকে টার্গেট করেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : ইসি আনোয়ারুল
- গাজায় সাংবাদিকসহ গণহত্যা বন্ধের দাবিতে রংপুরে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন
- পাল্টা পদক্ষেপ, মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপ চীনের
- ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন
- দু-এক বছরের মধ্যে ১৫ হাজার লোকের কর্মসংস্থান হবে: বিডা চেয়ারম্যান
- 'ভারতের ভেতর দিয়ে নেপাল-ভুটানে রফতানি করতে পারবে বাংলাদেশ'
- নারায়ণগঞ্জে বুথের নিরাপত্তা কর্মীকে হত্যায় বৃদ্ধের যাবজ্জীবন
- রাম চরণের পরিবারে সদস্য ৪৪, তবুও যে কারণে নেই ধন-সম্পত্তি নিয়ে বিতর্ক!
- বড় ঘোষণা, যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দেবে ইন্দোনেশিয়া
- তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল
- পাহাড়ে এখন উৎসবের আমেজ
- নওগাঁয় পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার
- ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের মানববন্ধন
বাইডেন কমলাসহ বেশ কয়েকজনের নিরাপত্তা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর