যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ২২টি নতুন বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনি সূত্র বুধবার নতুন হামলার খবর জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানা, কেন্দ্রীয় প্রদেশ ইবসহ অন্যান্য স্থান লক্ষ করে হামলা চালিয়েছে।
ইয়েমেনের রাজধানীতে আটটি নতুন বিমান হামলার খবর পাওয়া গেছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর এখনো নিশ্চিত করা হয়নি। ধারণা করা হচ্ছে, এ হামলাগুলো গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আঘাত হেনেছে। যার ফলে শহরের বেসামরিক জীবন আরও ব্যাহত হচ্ছে। তবে সবচেয়ে ভয়াবহ হতাহতের খবর পাওয়া গেছে পশ্চিমাঞ্চলীয় আল-হুদায়দাহ প্রদেশে, যেখানে দুই শিশু, এক নারীসহ ছয়জন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। উদ্ধারকারী দলগুলো এখনো ধ্বংসস্তূপ অপসারণ এবং বোমা হামলার পর জীবিতদের সন্ধানে কাজ করছে। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, ঘনবসতিপূর্ণ শহর আল-হুদায়দাহ লক্ষ করে হামলা চালানো হচ্ছে; যা ইয়েমেনের প্রধান বন্দর এবং মানবিক জীবনরেখা হিসেবেও কাজ করে। বেসামরিক নিরাপত্তার ক্রমাগত ক্ষয় এবং দেশে প্রয়োজনীয় ত্রাণপ্রবাহ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছে তারা। -প্রেস টিভি