চীনের এক নার্সিং হোমে বৃদ্ধাশ্রম হিসেবে ব্যবহৃত একটি অ্যাপার্টমেন্টে লাগা আগুনে অন্তত ২০ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ নার্সিং হোমের মালিককে গ্রেপ্তার করেছে। গতকাল দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
বার্তা সংস্থা সিনহুয়া ও গ্লোবাল টাইমস সংবাদপত্র স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, উত্তরাঞ্চলীয় প্রদেশ হেবেইয়ের চেংদি শহরে মঙ্গলবার এ অগ্নিকাণ্ড ঘটে। ২ ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হয়। সিসিটিভি জানায়, পুলিশ অ্যাপার্টমেন্টটির মালিককে গ্রেপ্তার করেছে। নার্সিং হোমটির আরও ১৯ বাসিন্দাকে চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হতে বিশেষজ্ঞরা নার্সিং হোমটি পরিদর্শন করছেন বলে সিনহুয়া জানিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে হেবেইয়ের একটি কাঁচা বাজারে অগ্নিকাণ্ডে আটজন নিহত ও ১৫ জন আহত হয়েছিল।