অচিরেই শুরু হবে হজ মৌসুম। এ জন্য এ বছর ওমরাহ পালনকারী বিদেশি মুসল্লিদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ছাড়তে বলেছে দেশটির কর্তৃপক্ষ।
গালফ নিউজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, বিদেশি ওমরাহ পালনকারীদের সৌদি আরব ছাড়ার শেষ দিন ২৯ এপ্রিল। হজ মৌসুম শুরুর প্রাক্কালে প্রস্তুতি নেওয়ার সুবিধার্থে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও বলেছে, এ বছর ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ সময় ১৩ এপ্রিল। এরপর ওমরাহ পালনের জন্য দেশটিতে প্রবেশ করা যাবে না। হজ মৌসুম শেষে আবার ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে।
মন্ত্রণালয় বলেছে, যেসব ওমরাহ পালনকারী ২৯ এপ্রিলের পরও সৌদি আরবে থেকে যাবেন, তাঁদের ভিসা ও ধর্মীয় আচারবিষয়ক বিধান লঙ্ঘনকারী হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়। আইনের লঙ্ঘনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও ওমরাহ সেবাদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি ১ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ টাকারও বেশি) জরিমানা করা হবে।
বিডি প্রতিদিন/আশিক