যে ছবিতে নিজেকে সবচেয়ে সুন্দর লাগে, সেটাই সবার পছন্দ! নিজেকে সুন্দর করে উপস্থাপনই মানুষের সহজাত আকাঙ্খা। এ থেকেই অনাদিকাল ধরে প্রসাধন ও প্রসাধনীর চল। এ ব্যাপারে বিশেষত নারীদের সচেতনতা ও চর্চা অধিক। মানুষের সৌন্দর্য-সচেতনতা বৃদ্ধির কারণে প্রসাধনী সামগ্রীর ব্যবহারও বাড়ছে। কিন্তু প্রতারণার ফাঁদ পাতা চারদিকে। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভেজাল, নকল, মানহীন ও অনুমোদনহীন প্রসাধনী। দেশে আইন থাকলেও নিয়ন্ত্রণহীনভাবে চলছে প্রসাধনীর বেচাকেনা। বিভিন্ন সমাজমাধ্যমে নানা বয়সি নারী উদ্যোক্তারা আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে নারীদের প্রলুব্ধ করেন। এমনও বলা হয় যে ‘সাত দিন মাখলেই গায়ের রং দুধের মতো ফরসা হবে’। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীর কোথাও কোনো ক্রিম ব্যবহার করে গায়ের রং ফরসা করার উদাহরণ নেই। বরং নকল-ভেজাল-মানহীন ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করে মারাত্মক ক্ষতির নজির আছে অসংখ্য। এ থেকে ত্বকের ক্যান্সারে পর্যন্ত আক্রান্ত হতে পারেন ব্যবহারকারীরা। গভীর ক্ষত তৈরি হতে পারে ত্বকের সংবেদনশীল অংশে। সুন্দরের বদলে কুশ্রী হয়ে যেতে পারে মুখমণ্ডল। সংশ্লিষ্টরা বলছেন, অথচ দেশের বাজারে প্রচলিত প্রসাধনী পণ্যের প্রায় অর্ধেকই নিম্নমান। বিদেশি বিভিন্ন নামিদামি ব্র্র্যান্ডের যেসব প্রসাধনী অভিজাত বিপণিতে বিক্রি হয়, তারও বড় অংশ নকল। এসব নিয়ন্ত্রণে আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ নেই। দেখার বিভাগ থাকলেও, তাদের সীমিত জনবলে দেশজুড়ে নকল-ভেজাল-প্রসাধন চক্র প্রতিরোধ সম্ভব হচ্ছে না। ক্রেতা-ভোক্তা আর্থিক এবং স্বাস্থ্যগত ক্ষতির শিকার হচ্ছেন। এ থেকে রক্ষা পেতে ভোক্তার সচেতনতা সবচেয়ে জরুরি। এবং প্রয়োজন কর্তৃপক্ষের কঠোর নিয়ন্ত্রণ। প্রসঙ্গত দক্ষিণ ভারতের একজন জনপ্রিয় অভিনেত্রীর কথা বলা যায়, যাঁর নাম সাই পল্লবী। তিনি যখন ডাক্তারি পড়েন, তাঁর কাছে একটা ত্বক ফরসা করা ক্রিমের বিজ্ঞাপনে মডেল হওয়ার প্রস্তাব আসে। তাতে তিনি কোটি টাকা সম্মানী পেতেন। কিন্তু মেয়েটি সে প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, ‘প্রতিটি নারীর নিজস্ব সৌন্দর্যই সত্য ও সুন্দর। প্রসাধনী দিয়ে তাকে অসত্য ও কৃত্রিম করার প্রয়োজন কী?’ শোনা যায়, তিনি সিনেমায় অভিনয়ের সময়ও প্রসাধনীর বিশেষ ধার ধারেন না। দেশের মেয়েরা কি এ থেকে কোনো শিক্ষা নিতে পারেন?
শিরোনাম
- এ বছরের মধ্যে আমরা নির্বাচন আদায় করে নেব : ইশরাক
- শরীরে একাধিক কোপ, ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- অক্টোবরেই অচল ২৪ কোটি কম্পিউটার, বিকল্প কী?
- যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৩২৯টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
- ঈদের পঞ্চম দিনেও ‘দাগি’-‘জংলি’র দাপট অব্যাহত, আয় কত?
- আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু
- বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
- মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে উপচেপড়া ভিড়
- কসবায় যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
- সিলেটে টাকা ধার না দেওয়ায় যুবক খুন
- চট্টগ্রামে জেলেদের জালে মিলল বৃদ্ধার লাশ
- মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত
- লাশের গন্ধে ভারী মিয়ানমারের সাগাইংয়ের বাতাস
- এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে (ভিডিও)
- ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তান সেনা কমান্ডারদের অকুণ্ঠ সমর্থন
প্রসাধনীতে সর্বনাশ
প্রয়োজন কর্তৃপক্ষের কঠোর নিয়ন্ত্রণ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর