গণপিটুনির সহস্রাধিক ঘটনায় গত ১০ বছরে দেশে প্রায় ৮০০ মানুষ প্রাণ হারিয়েছে। এ বছর প্রথম দুই মাসেই ৩০টি ঘটনায় প্রাণ হারায় ১৯ জন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সাত মাসে গণপিটুনির ১১৪ ঘটনায় প্রাণ হারায় ১১৯ জন। এ ভয়াবহ তথ্য গতকাল ছাপা হয়েছে বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ সংবাদে। বর্তমানে বহুল আলোচিত একটা শব্দবন্ধ হচ্ছে ‘মব জাস্টিস’। মানে উত্তাল বা উচ্ছৃঙ্খল জনতার বিচার। উচ্ছৃঙ্খল জনতার বিচার কখনো সুবিচার হতে পারে না। আর এভাবে আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। এটা শাস্তিযোগ্য অপরাধ। এ কথা সব পর্যায় থেকে সব সময় বলা হয়। তারপরও এ ধরনের নৃশংস ঘটনা ঘটেই চলেছে। মব জাস্টিস সমাজে এক নতুন আতঙ্ক হয়ে উঠেছে। এর থাবা থেকে পুলিশও রক্ষা পাচ্ছে না। এ নিয়ে চরম উদ্বিগ্ন সাধারণ মানুষ। তদন্তে দেখা গেছে, বেশির ভাগ ঘটনাই ঘটানো হচ্ছে টার্গেট করে। চালিয়ে দেওয়া হচ্ছে গণপিটুনি বা গণতল্লাশির নামে। ব্যক্তি বা দলগত বিদ্বেষ কিংবা পূর্বশত্রুতার কারণেও কেউ কেউ জনতাকে উসকে দিয়ে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। প্রতারক চক্র দুদকের নামে বিভিন্ন ব্যক্তির বাড়ি বা প্রতিষ্ঠান তল্লাশি চালিয়ে লুটপাট ও অর্থ আদায় করেছে- এমনও হয়েছে। এসব কারণে জনগণ শঙ্কিত। স্বভাবতই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এখনই এর রাশ টানতে না পারলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। কিন্তু এ ধরনের অরাজকতাকে কিছুতেই প্রশ্রয় দেওয়া চলবে না। বিশেষজ্ঞের মতে, মূলত পুলিশের প্রতি মানুষের আস্থাহীনতা এবং অপরাধ বেড়ে যাওয়ায় গণপিটুনির ঘটনা ঘটছে। এগুলো আইনশৃৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ। দ্রুত পদক্ষেপ নিয়ে এই সর্বনাশা পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হবে। পুলিশকে নৈতিক ও পেশাগত দৃঢ়তা নিয়ে স্বমহিমায় ফিরতে হবে। পুলিশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হবে না। এজন্য তাদের উদ্দীপ্ত করতে হবে। জনগণকেও সচেতন হতে হবে। প্রয়োজনে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। না হলে এ জঘন্য অপরাধের অরাজকতা এবং তার গ্লানি থেকে মুক্তি নেই।
শিরোনাম
- এ বছরের মধ্যে আমরা নির্বাচন আদায় করে নেব : ইশরাক
- শরীরে একাধিক কোপ, ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- অক্টোবরেই অচল ২৪ কোটি কম্পিউটার, বিকল্প কী?
- যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৩২৯টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
- ঈদের পঞ্চম দিনেও ‘দাগি’-‘জংলি’র দাপট অব্যাহত, আয় কত?
- আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু
- বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
- মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে উপচেপড়া ভিড়
- কসবায় যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
- সিলেটে টাকা ধার না দেওয়ায় যুবক খুন
- চট্টগ্রামে জেলেদের জালে মিলল বৃদ্ধার লাশ
- মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত
- লাশের গন্ধে ভারী মিয়ানমারের সাগাইংয়ের বাতাস
- এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে (ভিডিও)
- ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তান সেনা কমান্ডারদের অকুণ্ঠ সমর্থন
মব আতঙ্ক
প্রতিরোধে কঠোর পদক্ষেপ চাই
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর