বিশ্বের বিস্ময়, বৃহত্তম ম্যানগ্রোভ বন, বঙ্গোপসাগর উপকূলবর্তী সুন্দরবন আমাদের এক অহঙ্কারের নাম। উপকূল অঞ্চলের জন্য এ এক রক্ষাপ্রাচীর, যে হাজারটা ঝড়-ঝঞ্ঝা, প্লাবন-জলোচ্ছ্বাস থেকে জীবন ও সম্পদ রক্ষায় বিশেষ ভূমিকা রেখে চলেছে। কিন্তু ভালো নেই সেই সুন্দরবন। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে পানির লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। পরিবেশগত ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে সুন্দরবনের। সেই সঙ্গে ইকো ট্যুরিজমের নামে বাণিজ্যিক পর্যটন, বিষ দিয়ে মাছ ধরা, প্লাস্টিক দূষণ, বন্যপ্রাণী শিকার- দায়িত্বহীন মানুষের কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড সুন্দরবনের ঝুঁকি বাড়াচ্ছে প্রতিদিন। এ অবস্থার অবসান হওয়া জরুরি। তার জন্য বন রক্ষায় বাস্তবসম্মত, আধুনিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন চাই। সেখানে নির্বিচারে গাছ কাটা বন্ধ এবং বন-বিস্তারের পদক্ষেপ থাকতে হবে। বাঘ-হরিণ, বানর-কুমিরসহ জল-স্থলের প্রাণবৈচিত্র্য রক্ষাই শুধু নয়, এদের নিরাপদ বংশবিস্তারের অনুকূল পরিবেশ সৃষ্টির পরিকল্পনাও থাকতে হবে। সুন্দরবনে পর্যটন নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে। পর্যটক বিচরণ অবশ্যই সীমিত পরিসরে এবং কর্তৃপক্ষের প্রত্যক্ষ তদারকিতে হতে হবে। ব্যক্তি বা গোষ্ঠীর বাণিজ্য আর গুটি কয় মানুষের ক্ষণিক বিনোদনে যদি বনের প্রাণ-প্রকৃতির ক্ষতি হয়, তা রুখে দিতে হবে শক্ত নীতির বিধানে। বনজীবীদেরও অতিলাভের লোভে লাগাম টানতে হবে। বংশপরম্পরায় সুন্দরবনের ওপর নির্ভরশীল বনজীবীদের ভুলে গেলে চলবে না যে বন তাদের অন্নদাতা। আশার বিষয়, সুন্দরবনের সংরক্ষিত এলাকা ২৩ থেকে ৫৩ শতাংশ করা হয়েছে, যেখানে সব বনজসম্পদ আহরণ নিষিদ্ধ। কিছু জায়গায় ডলফিন অভয়ারণ্য করা হয়েছে। ঝড়-জলোচ্ছ্বাসে বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়ের জন্য বেশ কিছু উঁচু মাটির ঢিবি করা হয়েছে। শুষ্ক মৌসুমে সমুদ্রের পানি অতিরিক্ত লবণাক্ত হয়ে যায় বলে অনেক মিষ্টিপানির পুকুর খোঁড়া হয়েছে। অবৈধ কাঠুরে-মৌয়াল আর চোরা শিকারিদের ঠেকাতে বাড়ানো হয়েছে বনপ্রহরীদের টহল। সবার সমন্বিত প্রযত্ন ও পদক্ষেপে সব ক্ষতির ঝুঁকি থেকে রক্ষা পাক সুন্দরবন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বোচ্চ সদিচ্ছা, সচেতনতা ও সক্রিয়তা এবং শতভাগ সততা কাম্য। ভূত তাড়ানোর শর্ষেতেই যেন ভূত না থাকে- কঠোর প্রশাসনিক পদক্ষেপে তা-ও নিশ্চিত করতে হবে।
শিরোনাম
- এ বছরের মধ্যে আমরা নির্বাচন আদায় করে নেব : ইশরাক
- শরীরে একাধিক কোপ, ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- অক্টোবরেই অচল ২৪ কোটি কম্পিউটার, বিকল্প কী?
- যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৩২৯টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
- ঈদের পঞ্চম দিনেও ‘দাগি’-‘জংলি’র দাপট অব্যাহত, আয় কত?
- আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু
- বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
- মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে উপচেপড়া ভিড়
- কসবায় যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
- সিলেটে টাকা ধার না দেওয়ায় যুবক খুন
- চট্টগ্রামে জেলেদের জালে মিলল বৃদ্ধার লাশ
- মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত
- লাশের গন্ধে ভারী মিয়ানমারের সাগাইংয়ের বাতাস
- এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে (ভিডিও)
- ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তান সেনা কমান্ডারদের অকুণ্ঠ সমর্থন
ঝুঁকিতে সুন্দরবন
রক্ষায় চাই সমন্বিত প্রযত্ন ও পদক্ষেপ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর