ভোরের দোয়েল শিস দিয়ে যায়
কোকিল শোনায় গান
মিষ্টি-মধুর সুর ছড়িয়ে
বাড়ায় মনের টান।
ডাকে বনের পশুপাখি
যে যার বোঝে বোল
সুখের আসর বসিয়ে তোলে
কথার কলরোল।
মুখের ভাষা আটকে দিয়ে
দেয় যদি কেউ বাঁধ
অপরিসীম কষ্ট জমে
হয় না পূরণ সাধ।
তাই সকলে চায় রাখতে
নিজের ভাষার মান
প্রয়োজনে রাজি থাকে
বিলিয়ে দিতে জান।