ভালো লাগে মিষ্টি সুরে
পাখির ডাকাডাকি
পাতায় পাতায় রোদের ঝিলিক
জুড়ায় আমার আঁখি।
ভালো লাগে সুনীল আকাশ
শুভ্র মেঘের ভেলা
নয়ন ভরে দেখি আমি
প্রজাপতির মেলা।
ভালো লাগে জোনাকিদের
জ্বলে মিটিমিটি
দোয়েল-শ্যামার কাছে লিখি
ভালোবাসার চিঠি।
ভালো লাগে বন-বনানী
মেঠো পথে হাঁটি
মাটি আমার বিছানা ভাই
যেনো শীতল পাটি।