দেশের জন্য যুদ্ধে গেলো
বাংলা মায়ের কতো ছেলে,
স্বাধীনতার জন্য দিলো
বুকের তাজা রক্ত ঢেলে।
রক্ত গেলো যুদ্ধ হলো
পাক-হানাদার সেনার সাথে,
তাঁদের এমন রক্তঋণে
আমরা বাঁধা দেনার হাতে।
শোধ হবে না এমন দেনা
থাকবো সবাই চিরঋণী,
তাঁদের জন্য খুশি মনেই
করবো দোয়া চিরদিনই।