মুন্সিগঞ্জ সদর মহাকালী ইউনিয়নে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে স্থানীয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাকালি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সিদ্দিক মোল্লা। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ প্রেস ক্লবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সুজন, মো. রনি রাড়ী, মো শেখ মাসুদ করিম , ইকবাল গাজী,সজীব মোল্লা, খোরশেদ মোল্লাহ, মিনহাজ হাওলাদার,মোঃ নজরুল ইসলাম, বারেক গাজী, বাবু গাজী, মোঃ মোফাজ্জল মোল্লাহ, মো: রাসেলসহ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা পরিচালনায় করেন মোঃ আলামিন মোল্লাহ ,ফয়সাল,ফাহিম। ফাইনালে আর এন এম টিম, প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘ দল অংশগ্রহণ করে। এতে ১৫/৮ পয়েন্টে প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘ দল হারিয়ে আর এন এম টিম দল চ্যাম্পিয়ন ট্রপি জয়লাভ অর্জন করে।
বিডি প্রতিদিন/এএম