বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দুজনকে হত্যা ও হত্যাচেষ্টার মামলায় আসামি ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার রাতে রুবেলকে তার নিজ বাড়ি দেবিদ্বার উপজেলার ব্রাহ্মণখারা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৪ ও ৫ আগস্ট দেবিদ্বার নিউমার্কেট সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাসচালক আবদুর রাজ্জাক রুবেল ও দশম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন হত্যায় স্বজনদের করা তিনটি মামলার আসামি তিনি। এ ছাড়া কয়েকটি হত্যাচেষ্টা মামলা রয়েছে তার বিরুদ্ধে। হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন পলাতক ছিলেন রুবেল।