জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশে বড় ধরনের একটা ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা এ দেশটা গ্রাস করতে চায়, দেশে সুখশান্তি প্রতিষ্ঠা করতে দিতে চায় না তারা। তারা আমাদের বিপ্লবের সাফল্য, ফসলকে ব্যর্থ করে দিতে চায়। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে পানি ঘোলা করে মাছ শিকার করতে চায়। তবে তাদের মনে রাখতে হবে যে, দেশের জনগণ রক্ত দিয়ে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করেছে। গতকাল বেলা ১১টায় কুতুবদিয়া আলী আকবর ডেইলি ইউনিয়নের বায়ুবিদ্যুৎ কেন্দ্রের ভাঙ্গা বেড়িবাঁধে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি। বক্তব্য দেন কুতুবদিয়া জামায়াতের আমির আ স ম শাহরিয়া চৌধুরী ও সেক্রেটারি জেনারেল নুরুল আমিন। উপস্থিত ছিলেন আলী আকবর ডেইলি ইউনিয়নের জামায়াতের নেতা-কর্মীসহ এলাকাবাসী। অনুষ্ঠানে জামায়াতের এ নেতা আরও বলেন, দেশের জনগণ ফ্যাসিবাদ তাড়িয়েছে, নতুন ষড়যন্ত্রকারীদেরও আমরা জীবন দিয়ে মোকাবিলা করব। এজন্য ঐক্যের কোনো বিকল্প নেই। নিজেদের স্বার্থের জন্য যারা বিভাজন করতে চায় তারা জাতির দুশমন। তাদের সামাজিকভাবে বর্জন করতে হবে।