চট্টগ্রাম নগরীর বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে চাঁদনী খাতুন নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে বাকের আলী টেকের মোড় এলাকার সড়কে এ ঘটনা ঘটে। নিহত চাঁদনী খুলনার দাকোপ থানার খাজুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি সিইপিজেডে এভারটোব বাংলাদেশ লিমিটেড নামের একটি কারখানায় কর্মরত ছিলেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানান, ‘ওই নারী পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। বাকের আলী টেক এলাকায় এলে পথিমধ্যে এক যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতককে শনাক্ত করা যায়নি। পুলিশ বিস্তারিত খোঁজখবর নিয়ে তদন্ত করে দেখছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’