শরীয়তপুরে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে গতকাল শনিবার সকালে শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮০০ থেকে ১০০০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অন্যান্য আসামিদের গ্রেফতার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত