চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) এক্সেলসিওর স্যুজ লিমিটেড নামের একটি জুতা তৈরির কারখানায় ৪০ শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেন ভুক্তভোগীরা। গতকাল দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত ইপিজেড থানার ফ্রিপোর্ট মোড় অবরোধ করে রাখেন। এ সময় তারা সড়কে চলাচলরত যানবাহনকে আটকে দেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সোলায়মান জানান, শ্রমিকরা আধঘণ্টার মতো সড়কে ছিলেন। এরপর তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়।
মালিকপক্ষের অভিযোগ, ছাঁটাইকরা শ্রমিকরা বিভিন্ন সময়ে কারখানায় কর্মরতদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। তারা কারখানা ভাঙচুরের সঙ্গেও জড়িত ছিলেন। তাই তাদের সব পাওনাদি মিটিয়ে ছাঁটাই করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাদের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, ঈদের আগে কোনো কারণ ছাড়াই তাদের ছাঁটাই করা হয়েছে। তারা চাকরি ফেরত চান। তারা কোনো অন্যায় কাজে জড়িত ছিলেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে সিইপিজেডে প্রবেশ মুখের সামনের সড়কেই ছাঁটাই হওয়া শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা চাকরি ফেরতের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। তাদের সঙ্গে কারখানার অন্য শ্রমিকরাও যোগ দেন। তাদের পাশে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।